
প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)।।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার সন্ধ্যার পর উপজেলা পরিষদ চত্বরের গ্রন্থ মেলায় লেখক চক্র স্টলে ছয় লেখকের সাথে আধা ঘন্টার আড্ডায় মেতেছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন।
গ্রন্থ মেলার আজ পঞ্চম দিনে মেলার লেখক চক্র স্টলে বসে ইউএনও মোঃ উজ্জল হোসেন বই পড়া , বই লেখা বিষয়ে লেখকদের সাথে আলোচনা আড্ডায় মেতেছিলেন।
লেখক ছয় জন হলেন – ডা. সুকুমার সুর রায়, সেলিম রেজা , নজরুল ইসলাম , আনোয়ার আজাদ (মানিক চাদ) , এম এ হান্নান , রাশিদুল হাসান , সাংবাদিক সাহারুল হক সাচ্চু ও সাংবাদিক রায়হান আলী।

প্রতিবেদককে লেখক ডা. সুকুমার সুর রায় বলেন গ্রন্থ মেলার শুরু থেকেই ইউএনও মোঃ উজ্জল হোসেন আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠানের বিরতিকালে পুরো মেলা চত্বরে ঘুরে সার্বিক খোজ খবর নিচ্ছেন। আজ লেখক চক্র স্টলে বসে এমন আড্ডা আলোচনায় মেতে তিনি আমাদেরকে লেখালেখাতি আরো উৎসাহিত করলেন।
সাম্প্রতিক বাংলা-ডট
প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 









