
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিনায়েকপুরে বৃহস্পতিবার রাত আটটার দিকে সরকারী অনুমতি না নিয়ে কৃষি জমিতে পুকুর খনন কালে তিনটি এসকেভেটর মেশিনের ছয়টি ব্যাটারী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত । সহকারী কমিশনার ( ভূমি) ইশরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে , উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুরে সরকারী অনুমতি না নিয়ে আটটি এসকেভেটর মেশিনে কৃষি জমিতে পুকুর খনন কালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় এসকেভেটর মেশিনের চালকেরা ও জমি মালিকেরা সেখান থেকে পালিয়ে যান।
সাহারুল হক সাচ্চু , উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি 









