
ভারতে পাচারের সময় যশোরের শার্শা সীমান্তের কায়বা থেকে ৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-৩২-২৭৫৮) জব্দ করা হয়।
আটক দুইজন হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত দেবেন মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বটদৈল গ্রামের মৃত রতন প্রধানের ছেলে হান্নান প্রধান (৩২)।
আজ বুধবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে অগ্রভুলাট ক্যাম্পের বিজিবির একটি অভিযানিক দল তাদের আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন স্বর্ণের একটি বিশাল চালান ভারতের পাচারের উদ্দেশ্যে প্রাইভেটকারে করে পাচারকারীর একটি চক্র পাঁচকায়বা সীমান্তের কাছে অবস্থান করছে। এমন সংবাদে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে প্রাইভেটকারের ভিতরে থাকা দুই পাচারকারীকে আটক করেন। পরে ওই প্রাইভেটকারে তল্লাশি করে অভিনব কায়দায় মিটার বক্সের মধ্যে লুকানো অবস্থায় ৭০ পিস স্বর্ণের বার জব্দ করে।
জব্দ করা স্বর্ণের বাজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা বলে জানায় বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, আটক দুই পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।
সাম্প্রতিক বাংলা -ডট
প্রতিনিধি, বেনাপোল 















