
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর কলেজ মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মুনতাছিনা উপজেলার সীমান্তবর্তী সুলতানপুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।সে চন্দনপুর প্রিক্যাডেট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে চন্দনপুর কলেজ মোড়ে রাস্তার বিপরীত দিক থেকে শিশুটি অপরপাশে দাঁড়ানো থাকা তার দাদা আব্দুস সামাদ ফকিরের মোটরসাইকলে দৌড়িয়ে উঠতে যায়। একই সময়ে একটি দ্রুতগামী মাটিবাহী ট্রাক্টর একই স্থান অতিক্রম করায় দিকভ্রান্ত হয়ে তড়িঘড়ি করে মোটরসাইকলে উঠতে গেলে শিশু মুনতাছিনা পড়ে যায় পাকা রাস্তায়। এসময় মোটরসাইকেলটি তার উপর পড়ে যায়। মাথায় প্রচণ্ড আঘাত পেলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পর পরই মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাম্প্রতিক /বাংলা /ডট
আতাউর রহমান, ব্যুরো চীফ (সাতক্ষীরা) 









