
পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে জগদল এলাকায় সড়ক দুর্ঘটনায় বদিউজ্জামান খাঁন (৪৫) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরতর আহত হয়েছেন। নিহত স্কুল শিক্ষক তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের কলোনি পাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মিরাজুল ইসলামের ছেলে। তিনি মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বদিউজ্জামান মোটরসাইকেল যোগে পঞ্চগড় থেকে বাড়ী ফিরছিলেন। এসময় জগদল এলাকায় পৌছালে সামনে গাড়ি দেখতে পেয়ে হাইড্রোলিক ব্রেক চাপলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় ওই শিক্ষক। এসময় গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আরও গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে মারা যায় মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক।
তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক /বাংলা /ডট
প্রতিনিধি, পঞ্চগড় 









