
স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় যশোরের শার্শায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সহ-সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি আহমেদ আলী শাহীন, সহ-সভাপতি আব্দুল মাজেদ, সহ-সভাপতি আব্দুল মজিদ মেম্বার, সহ-সভাপতি জামাল হোসেন, সহ সভাপতি রুহুল আমিন রুহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোসহীন নেত্রী। এখন তিনি গুরুতর অসুস্থ। আমরা বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন। পরে আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, ৯ নম্বর উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, তিন নম্বর বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, ছয় নম্বর গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ওয়াসি উদ্দিন, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মীর আলম, সদস্য সচিব ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, আব্দুর জুবায়ের শাওনসহ উপজেলা ও বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার 








