সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
যশোর

মনিরামপুরে হত্যা মামলার আসামির মৃত্যু

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

যশোরের মনিরামপুরে গৃহবধূ তৃপ্তি মণ্ডল হত্যা মামলার প্রধান অভিযুক্ত শংকর মণ্ডল (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পুলিশ জানায়,পরকীয়া ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে গত ২ অক্টোবর কৃষ্ণবাটি গ্রামের মাঠে তৃপ্তি মণ্ডল (৩৮)কে কুপিয়ে গুরুতর জখম করেন শংকর মণ্ডল। পরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্বামী অবনীশ মণ্ডল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার দু’দিন পর ৪ অক্টোবর ভোরে শংকর হারপিক পান করে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৩টা ৪৫ মিনিটে তিনি যশোর জেনারেল হাসপাতালে মারা যান।

মনিরামপুর থানার  অফিসার ইনচার্জ বাবলুর রহমান জানান, আসামির মৃত্যু ও মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

যশোর

মনিরামপুরে হত্যা মামলার আসামির মৃত্যু

প্রকাশের সময় : ১০:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

যশোরের মনিরামপুরে গৃহবধূ তৃপ্তি মণ্ডল হত্যা মামলার প্রধান অভিযুক্ত শংকর মণ্ডল (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পুলিশ জানায়,পরকীয়া ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে গত ২ অক্টোবর কৃষ্ণবাটি গ্রামের মাঠে তৃপ্তি মণ্ডল (৩৮)কে কুপিয়ে গুরুতর জখম করেন শংকর মণ্ডল। পরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্বামী অবনীশ মণ্ডল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার দু’দিন পর ৪ অক্টোবর ভোরে শংকর হারপিক পান করে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৩টা ৪৫ মিনিটে তিনি যশোর জেনারেল হাসপাতালে মারা যান।

মনিরামপুর থানার  অফিসার ইনচার্জ বাবলুর রহমান জানান, আসামির মৃত্যু ও মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।