সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকদের জীবনমান উন্নয়নের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়ন, নায্য দাবি পূরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ও অবসর সুবিধার টাকা দ্রুত পরিশোধের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর। আজ শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি আবুল হাশেমের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এদেশে শিক্ষকদের জীবনমানের কোনো উন্নতি হয়নি। সামান্য বেতনে তাদের জীবনধারণ কষ্টকর হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষকরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত। এজন্য এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিদ্যমান বাড়ি ভাড়া ২ হাজার টাকা থেকে বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ, উৎসব ভাতা ১০০ শতাংশ ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার জোর দাবি জানান। এছাড়াও, তারা ইবতেদায়ী মাদ্রাসা এবং স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

শিক্ষকদের জীবনমান উন্নয়নের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৮:৫৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়ন, নায্য দাবি পূরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ও অবসর সুবিধার টাকা দ্রুত পরিশোধের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর। আজ শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি আবুল হাশেমের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এদেশে শিক্ষকদের জীবনমানের কোনো উন্নতি হয়নি। সামান্য বেতনে তাদের জীবনধারণ কষ্টকর হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষকরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত। এজন্য এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিদ্যমান বাড়ি ভাড়া ২ হাজার টাকা থেকে বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ, উৎসব ভাতা ১০০ শতাংশ ও চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করার জোর দাবি জানান। এছাড়াও, তারা ইবতেদায়ী মাদ্রাসা এবং স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।