
বাগেরহাটে কর্মরত দৈনিক ভোরের চেতনার সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে বেনাপোলে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে ‘বেনাপোল থানা প্রেসক্লাব’ বেনাপোল বাজারে এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মীরা অংশ নেন।
বেনাপোল থানা প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- বেনাপোল থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান (ডাবলু), যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন পারভেজ, দপ্তর সম্পাদক মেহেদী আবরোধ শাওন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মুসা, নির্বাহী সদস্য রাহাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, একজন নির্ভীক ও ন্যায়নিষ্ঠ সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের শাসনের প্রতি এক গভীর আঘাত। অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা নাহলে দেশের সাংবাদিক সমাজ সারাদেশে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বেনাপোলের গণমাধ্যমকর্মীরা নিহত সাংবাদিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।