
যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিকরগাছা উপজেলার কাউরিয়া মুন্সিপাড়ার মৃত হাবিবুল্লাহ দেওয়ানের ছেলে মাহবুবুর রহমান, পারবাজার গ্রামের মৃত আশিকুল ইসলাম বাবুর ছেলে জাসিবুল ইসলাম হাসিব ও মণিরামপুর উপজেলার ঝাঁপা পশ্চিমপাড়ার মমিনুর রহমানের ছেলে ইউনুস আলী।
শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া গ্রামের আওলিয়া পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন- কাউরিয়া গ্রামে ডাকাত দলের মূল হোতা সোহাগ হোসেন তার হাঁসের খামারে ডাকাত দলের সদস্যদের নিয়ে গোপন বৈঠক করছেন। এমন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি (গোয়েন্দা) পুলিশ ও ঝিকরগাছা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, চাকু, হাত করাত, হাতুড়ি এবং খেলনা পিস্তল, ওয়াকিটকি, রিফ্লেক্টিং জ্যাকেট, বিদেশি মদ, ওয়ারলেস সেট, ওজন মাপার স্কেল, সিসি ক্যামেরা, মুখোশ, টর্চলাইট, বিভিন্ন সরঞ্জামসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের মূলহোতা খামার মালিক সোহাগ হোসেন পালিয়ে যায়।