
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার বল্লা মাধ্যমিক বিদ্যালয়ে সাইবার ক্রাইম, বিকাশে প্রতারণা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও আত্মহত্যার প্রবণতা প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী নূর মোহাম্মদ।
প্রধান আলোচক ওসি বলেন, বর্তমান যুগে প্রযুক্তির অপব্যবহার অনেক ক্ষেত্রে অপরাধের জন্ম দিচ্ছে। শিক্ষার্থীদের উচিত সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ব্যাংকিং ব্যবহারে সতর্ক থাকা। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং সমাজ ধ্বংসের অন্যতম কারণ এগুলো প্রতিরোধে শিক্ষকরাই প্রথম ভূমিকা রাখতে পারেন।
কর্মশালায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের সচেতন, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং ওসি গাজী নূর মোহাম্মদ তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন।