সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যে যশোরে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৫। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় যশোর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জেলা শিশু একাডেমি মিলনায়তনে শিশু কন্যা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার রওনক জাহান বলেন,“জাতীয় কন্যাশিশু দিবস সমাজে নারীও কন্যাশিশুর অধিকার, মর্যাদাও নিরাপত্তা নিয়ে নতুন করে ভাববার একটি সুযোগ এনে দেয়। আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে নারী ও পুরুষ প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের সহযোগী ও পরিপূরক শক্তি।”

তিনি আরও বলেন,“অনেক নারী মানসিক চাপে ভোগেন কারণ তাঁরা নিজেদের অনুভূতি প্রকাশে সংকোচ বোধ করেন। শারীরিকভাবে সক্রিয় থাকা, ব্যায়াম ও মানসিক প্রশান্তি বজায় রাখা মানসিক সুস্থতার প্রথম ধাপ। নিজের অধিকারের কথা বলা কোনো অপরাধ নয়—বরং এটি নিজের প্রতি দায়িত্ববোধের প্রকাশ।”

রওনক জাহান বলেন, “আমরা চাই আমাদের কন্যাশিশুরা আত্মবিশ্বাসী হয়ে বড় হোক, নিজেদের স্বপ্ন পূরণের সাহস অর্জন করুক। তাদের জন্য এমন একটি সমাজ তৈরি করতে হবে, যেখানে নিরাপত্তা, সম্মান, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত থাকবে। নারী ও পুরুষ একে অপরের সহযোগিতার মাধ্যমেই মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে আলোচনা শেষে কন্যাশিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

দিবসটি উদযাপনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

যশোরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

প্রকাশের সময় : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যে যশোরে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৫। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় যশোর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জেলা শিশু একাডেমি মিলনায়তনে শিশু কন্যা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার রওনক জাহান বলেন,“জাতীয় কন্যাশিশু দিবস সমাজে নারীও কন্যাশিশুর অধিকার, মর্যাদাও নিরাপত্তা নিয়ে নতুন করে ভাববার একটি সুযোগ এনে দেয়। আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে নারী ও পুরুষ প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের সহযোগী ও পরিপূরক শক্তি।”

তিনি আরও বলেন,“অনেক নারী মানসিক চাপে ভোগেন কারণ তাঁরা নিজেদের অনুভূতি প্রকাশে সংকোচ বোধ করেন। শারীরিকভাবে সক্রিয় থাকা, ব্যায়াম ও মানসিক প্রশান্তি বজায় রাখা মানসিক সুস্থতার প্রথম ধাপ। নিজের অধিকারের কথা বলা কোনো অপরাধ নয়—বরং এটি নিজের প্রতি দায়িত্ববোধের প্রকাশ।”

রওনক জাহান বলেন, “আমরা চাই আমাদের কন্যাশিশুরা আত্মবিশ্বাসী হয়ে বড় হোক, নিজেদের স্বপ্ন পূরণের সাহস অর্জন করুক। তাদের জন্য এমন একটি সমাজ তৈরি করতে হবে, যেখানে নিরাপত্তা, সম্মান, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত থাকবে। নারী ও পুরুষ একে অপরের সহযোগিতার মাধ্যমেই মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে আলোচনা শেষে কন্যাশিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

দিবসটি উদযাপনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিশু সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।