রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
টাকার অভাবে ওষুধ কিনতে পারছে না

অবসরপ্রাপ্ত শিক্ষকের পাশে একজন মানবিক ‘সহকারী অ্যাটর্নি জেনারেল’

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছা উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান অর্থের অভাবে প্রেসক্রিপশনের সবগুলো ওষুধ কিনতে পারছে না। বয়সের ভারে নুয়ে পড়ছেন। চলতে হয় লাঠিতে ভর করে। এমন দুর্দশায় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন একজন মানবিক সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ওই শিক্ষকের বাড়িতে সহকারী অ্যাটর্নি জেনারেল উজ্জ্বল হোসেনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিতে ছুটে আসেন নাভারণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ হোসেন মিন্টু ও ঝিকরগাছা উপজেলা ছাত্রদল নেতা আবির হাসান।

আহমেদ হোসেন মিন্টু ও আবির হাসান বলেন- সমাজের অসহায় ও দুস্থ মানুষদের সেবা করাই উজ্জ্বল হোসেনের মূল উদ্দেশ্য। মানবতার সেবায় সবাই এগিয়ে আসবে এটাই তার চাওয়া। তিনি বিশ্বাস করেন সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে একটি সুন্দর ও সুশৃঙ্খল দেশ গড়া সম্ভব।

ট্যাগ :

যশোর-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান

টাকার অভাবে ওষুধ কিনতে পারছে না

অবসরপ্রাপ্ত শিক্ষকের পাশে একজন মানবিক ‘সহকারী অ্যাটর্নি জেনারেল’

প্রকাশের সময় : ১১:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

যশোরের ঝিকরগাছা উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান অর্থের অভাবে প্রেসক্রিপশনের সবগুলো ওষুধ কিনতে পারছে না। বয়সের ভারে নুয়ে পড়ছেন। চলতে হয় লাঠিতে ভর করে। এমন দুর্দশায় চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন একজন মানবিক সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ওই শিক্ষকের বাড়িতে সহকারী অ্যাটর্নি জেনারেল উজ্জ্বল হোসেনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিতে ছুটে আসেন নাভারণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ হোসেন মিন্টু ও ঝিকরগাছা উপজেলা ছাত্রদল নেতা আবির হাসান।

আহমেদ হোসেন মিন্টু ও আবির হাসান বলেন- সমাজের অসহায় ও দুস্থ মানুষদের সেবা করাই উজ্জ্বল হোসেনের মূল উদ্দেশ্য। মানবতার সেবায় সবাই এগিয়ে আসবে এটাই তার চাওয়া। তিনি বিশ্বাস করেন সমাজের প্রতিটি মানুষ নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে একটি সুন্দর ও সুশৃঙ্খল দেশ গড়া সম্ভব।