
যশোরের চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামে নিখোঁজের ৯ মাস পর এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামের কুলিয়া বাওড় থেকে ভাসমান অবস্থায় ওই কঙ্কাল পাওয়া যায়।
স্থানীয়রা জানায়,পানিতে কচুরিপানার নিচে কঙ্কাল ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা কঙ্কালটি আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক কৃষককে বলে শনাক্ত করেন। তিনি প্রায় ৯/১০ মাস আগে নিখোঁজ হন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন এবং এর আগে পারিবারিক দ্বন্দ্বেও জড়িয়ে পড়েন। ডিসেম্বর ২০২৪ সালের দিকে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন বলে ধারণা করা হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।