সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের অভয়নগরে ২ ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৫২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল ও তরফদার ট্রেডার্স নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে তিন কর্মচারী আহত হয়েছেন। আজ সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন বাজারে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের অফিস লক্ষ্য করে ২টি ককটেল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। একটি বোমা প্রতিষ্ঠানের ভিতরে ও একটি বাইরে বিস্ফোরিত হয়। এতে মাসুম (৩২), শাওন ( ৩০) ও জাহাঙ্গীর (২৮) নামে তিন কর্মচারী আহত হন।
এর কিছুসময় পর ফেরিঘাট এলাকায় এল তরফদার টেড্রার্সের সামনে আরো একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। হামলার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।
ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

যশোরের অভয়নগরে ২ ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

প্রকাশের সময় : ১০:৫২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনাল ও তরফদার ট্রেডার্স নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে তিন কর্মচারী আহত হয়েছেন। আজ সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওয়াপাড়া রেলস্টেশন বাজারে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের অফিস লক্ষ্য করে ২টি ককটেল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। একটি বোমা প্রতিষ্ঠানের ভিতরে ও একটি বাইরে বিস্ফোরিত হয়। এতে মাসুম (৩২), শাওন ( ৩০) ও জাহাঙ্গীর (২৮) নামে তিন কর্মচারী আহত হন।
এর কিছুসময় পর ফেরিঘাট এলাকায় এল তরফদার টেড্রার্সের সামনে আরো একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
এদিকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে। অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। হামলার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।