
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য গত ২০২৩ সালের জুলাই মাসে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছিল। তারেক রহমানের এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদউন নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান কবির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মমিন বিশ্বাস, পৌর বিএনপির যুগ্ন সাধারণ মীর মনা, যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক আরাফাত কল্লোল, ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মির্জা রায়হান কবির।
এছাড়া অরও উপস্থিত ছিলেন- জগদিসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম, মাড়ুয়া ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান, শহিদুল ইসলাম,সাইফুল ইসলাম ঝিকরগাছা পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক অমিত হাসান,উপজেলা ছাত্রদল নেতা আল আসিফ হিমেল,সোলায়মান সহ চৌগাছা জগদিসপুর ইউনিয়নের মাড়ুয়া ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদলের বিভিন্ন পর্য়ায়ের নেতৃবৃন্দ।