
যশোরে ১০ বোতল বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের বাউলিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি-এর দিকনির্দেশনায় ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় ব্যাগে লুকানো অবস্থায় ১০ বোতল বিদেশি মদ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম উত্তম হালদার (৩৯)। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কুটিপাড়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে থেকে যশোর হয়ে ঢাকা পাচারের উদ্দেশ্যে মদ নিয়ে যাচ্ছিলেন।
পরে আটককৃত ভারতীয় নাগরিককে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে মাদক পাচারের প্রবণতা বেড়েছে। এ কারণে বিজিবি অভিযানে আরও তৎপরতা চালাচ্ছে। সীমান্তে মাদক ও চোরাকারবারি দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।