
যশোরের ঝিকরগাছায় প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ফেমাস মেডিকেলে প্রশাসনের অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ারের নেতৃত্বে পৌরসদরের রাজাপটস্থ ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ক্লিনিকের মূল ফটক তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেলে প্রশাসনের পক্ষ থেকে নতুন তালা ঝুলিয়ে ভবনটি মালিকের জিম্মায় রাখা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন এবং থানার এসআই কামাল হোসেন প্রমুখ।
জানা গেছে, গত মঙ্গলবার উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের সোহানা খাতুন (১৯) ফেমাস মেডিকেলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই কন্যা সন্তানের জন্ম দেন। অপারেশন পরিচালনা করেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের ডাক্তার সোনিয়া আক্তার। অ্যানেস্থেসিয়া দেন ডা. মিকাইল হোসেন এবং সহকারী ছিলেন ডিপ্লোমা শরিফুল ইসলাম। তবে অপারেশনের একপর্যায়ে সোহানা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
প্রসূতির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হলেও পরিবার এখনো কোথাও আনুষ্ঠানিক অভিযোগ করেনি।
এদিকে ফেমাস মেডিকেল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করা হলেও রোগীর মৃত্যু ছিল একেবারেই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। তারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, “অভিযোগ নয়, সত্য প্রকাশ পাক। সঠিক তদন্তের মাধ্যমে কারণ উদঘাটিত হোক, আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব।”