
যশোরের বিজিবির অভিযানে এক কোটি ১১ লাখ টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ আবু বকর সিদ্দিক (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। বৃহস্প্রতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কোতয়ালী থানার যশোর-খুলনা মহাসড়কে মুড়লীর মোড় নামক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আবু বকর সিদ্দিক ঢাকার শ্যামপুর থানার (দক্ষিণ সিটি কর্পোরেশন) ডিআইটি প্লট এলাকার সাইজদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন- এক স্বর্ণ পাচারকারী স্বর্ণের বড় একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে এসে যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি দল ওই বাসস্ট্যান্ড এলাকায় আবু বকর সিদ্দিক নামে এক পাচারকারীকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৫টি স্বর্ণেরবার জব্দ করা হয়। স্বর্ণেরবাগুলো যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে আসে ওই পাচারকারী।
জব্দকৃত স্বর্ণের ওজন ৬৯৭ গ্রাম। যার বাজারমূল্য এক কোটি ১১ লাখ টাকা বলে জানায় বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় সোর্পদ করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযান সবসময় অব্যাহত থাকবে।
যশোর প্রতিনিধি 









