সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

যশোরে পানিতে ডুবে গালিব (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চিত্রা নদীতে এদুঘটনা ঘটে।
নিহত শিশু সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
মৃত শিশুর চাচা আমিরুল ইসলাম জানায়,বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে মাছ ধরা জালে পা আটকে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে ভেসে উঠতে দেখে তার বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। শিশুর মরদেহ ময়নাতদন্তের অপেক্ষায় হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

যশোরে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৯:২৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
যশোরে পানিতে ডুবে গালিব (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চিত্রা নদীতে এদুঘটনা ঘটে।
নিহত শিশু সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
মৃত শিশুর চাচা আমিরুল ইসলাম জানায়,বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে মাছ ধরা জালে পা আটকে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে ভেসে উঠতে দেখে তার বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। শিশুর মরদেহ ময়নাতদন্তের অপেক্ষায় হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।