
যশোরের ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
এসময় উপস্থিত ছিলেন- পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাসুমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ, আরএমও ডাক্তার মেহেদী হাসান, থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, তদন্ত অফিসার মোহাম্মদ আবু সাঈদ, সেনাবাহিনী ও বিজিবি’র প্রতিনিধিসহ উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ।
এছাড়া হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, সুধী সমাজ ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।সভায় আলোচনা করা হয়েছিল স্কাউটস ওরিয়েন্টেশন, উপজেলা মাসিক সভা, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন বাস্তবায়ন, সামাজিক সম্প্রীতি, ইনভেস্টমেন্ট কমিটি, কৃষিঋণ কমিটি, আইসিটি কমিটি, তথ্য অধিকার বাস্তবায়ন, পরিবীক্ষণ কমিটি, নৈতিকতা কমিটি এবং উপজেলা এনজিও বিষয়ক মাসিক সভার কার্যক্রম। একই দিনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার পৌর ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এবং গদখালী ইউনিয়নের ভূমি অফিস পরিদর্শন করেছেন।
এই কার্যক্রমের মাধ্যমে উপজেলা প্রশাসন এবং বিভিন্ন কমিটি কার্যক্রমে সমন্বয়, স্বচ্ছতা ও জনগণের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।