
যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকারের বদলিজনিত আদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সচেতন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক’শ মানুষ অংশ নেন।
এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম। এতে সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ঝিকরগাছা প্রেসক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দ্বিতীয় নারী ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়া ভুপালী সরকার স্বচ্ছতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে এক বছরের মধ্যেই সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন। প্রকল্পের কাজে অনিয়ম ঠেকানো থেকে শুরু করে দুস্থদের মাঝে ভিজিডি-ভিজিএফ ও ভাতাভোগী বাছাইয়ে তিনি লটারির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করেছেন। প্রখর রোদ কিংবা ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে মাঠে থেকে মানুষের পাশে থাকার নজির স্থাপন করেছেন।
তারা অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহলের চক্রান্তে এ বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
সভাপতি রফিকুল ইসলাম জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কাছে ইউএনও ভুপালী সরকারের বদলি আদেশ বাতিলের দাবিতে স্মারকলিপি পেশ করা হবে