
বেনাপোল থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মো. ইমরান হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পোর্ট থানার পুলিশ।
গ্রেপ্তার ইমরান হোসেন যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা এবং যশোর এমএম কলেজ ছাত্রলীগের দফতর সম্পাদক।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া।
ওসি রাসেল মিয়া জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ওই ছাত্রলীগ নেতা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় স্থানীয়রা তাকে বেনাপোলের ভবেরবেড় এলাকা থেকে আটক করে। পরে তাকে পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করে। ইমরানকে শনিবার সকালে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
ছাত্রলীগ নেতা ইমরান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের বাড়িতে বোমা হামলার সময় নেতৃত্ব দেন। এছাড়া গত ৪ আগস্ট বিএনপির পার্টি অফিসে হামলার ঘটনাতেও তার সম্পৃক্ততা ছিল। যা বিভিন্ন ফুটেজে তাকে দেখা গেছে বলে দাবি স্থানীয় বিএনপির।
স্টাফ রিপোর্টার 









