প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১০:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৪৪ পি.এম
বেনাপোলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

যশোরের শার্শা ও বেনাপোল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরন বিতরণ করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত।
বিশেষ অতিথি ছিলেন- বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ মাখদুম, প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. রেহেনা বানু, বেনাপোল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. জেব উননেছা আলোসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্র ছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।এতো সুন্দর অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পেয়ে বাচ্চাদের মাঝে আনন্দ উল্লাস দেখা যায়।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.