প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ১০:০২ পি.এম
যশোরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, থানায় মামলা

যশোরে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের শিকার হয়েছে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা করেছেন যশোর সরদ উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত নূর আলী বিশ্বাসের ছেলে গোলাম রাব্বানী (৪৮)।
তিনি এজাহারে উল্লেখ করেছেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে যশোর-বেনাপোল সড়কের পাশে নতুনহাট নাম স্থানের অদুরে নতুনহাট পাবলিক কলেজের প্রভাষক তাকে ফোন দিয়ে জানান-কলেজের পশ্চিমপাশের একটি পেঁপে বাগানের মধ্যে একজন অসুস্থ্য অবস্থায় পড়ে আছে। সংবাদ পেয়ে তিনি সেখানে যান এবং ওই নারীকে জিজ্ঞেস করা হলে তিনি কিছু বলতে পারেন না। তখন তার মনে হয়েছে তিনি শারীরিক ভাবে খুবই দুর্বল এবং বাকপ্রতিবন্ধী। সে সময় তিনি জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করলে চাঁচড়া ফাঁড়ির পুলিশ সেখানে যান এবং পুলিশের সহযোগিতায় তিনি ওই নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতলের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা করে জানান ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন। ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার এবং পুলিশের ধারনা বুধবার রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে যে কোন সময় ওই নারী পেপে বাগানের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন। তিনি কথা বলতে পারেন না বিধায় তার নাম পরিচয় কিছুই জানতে পারেন নি।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.