সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
যশোরের ঝিকরগাছা

প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, থানায় অভিযোগ

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

ছবি-সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর বিশ্বাসপাড়ায় কাতার প্রবাসীর স্ত্রী সাবিনা ইয়াসমিনের (৩১) ওপর সন্ত্রাসী স্টাইলে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, প্রবাসী সাজু আহম্মেদের স্ত্রী সাবিনা ইয়াসমিন তার শিশু কন্যাকে নিয়ে বাড়িতে বসবাস করছিলেন। গত ২৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী রনি হোসেন, উর্মি খাতুন ও অপু হোসেন পরিকল্পিতভাবে তার বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তারা সাবিনাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এমনকি তার পরনের কাপড় টেনে হিঁচড়ে অপমানজনক অবস্থায় ফেলে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গৃহবধূ অভিযোগ করেন, শিশু কন্যার সামনে তাকে পিটিয়ে হত্যার হুমকি দেওয়া হয় এবং বাড়ি থেকে উচ্ছেদের ভয় দেখানো হয়।
অভিযোগের বিষয়ে ঝিকরগাছা থানার এএসআই আশরাফুল ইসলাম তদন্তে নেমে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছেন। থানার ওসি বলেন, ঘটনাটি তদন্তে দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

যশোরের ঝিকরগাছা

প্রবাসীর স্ত্রীর ওপর হামলা, থানায় অভিযোগ

প্রকাশের সময় : ১০:০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর বিশ্বাসপাড়ায় কাতার প্রবাসীর স্ত্রী সাবিনা ইয়াসমিনের (৩১) ওপর সন্ত্রাসী স্টাইলে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, প্রবাসী সাজু আহম্মেদের স্ত্রী সাবিনা ইয়াসমিন তার শিশু কন্যাকে নিয়ে বাড়িতে বসবাস করছিলেন। গত ২৪ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী রনি হোসেন, উর্মি খাতুন ও অপু হোসেন পরিকল্পিতভাবে তার বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তারা সাবিনাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এমনকি তার পরনের কাপড় টেনে হিঁচড়ে অপমানজনক অবস্থায় ফেলে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গৃহবধূ অভিযোগ করেন, শিশু কন্যার সামনে তাকে পিটিয়ে হত্যার হুমকি দেওয়া হয় এবং বাড়ি থেকে উচ্ছেদের ভয় দেখানো হয়।
অভিযোগের বিষয়ে ঝিকরগাছা থানার এএসআই আশরাফুল ইসলাম তদন্তে নেমে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছেন। থানার ওসি বলেন, ঘটনাটি তদন্তে দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।