
যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী।
মঙ্গলবার (২৬ আগস্ট) খুব ভোরে উপজেলার কায়বা সীমান্তের পূর্ব রুদ্রপুর নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হৃদয় গাইন (২৩), সুজিতমন্ডল (৩৪), কুমারজিন্দ্র গাইন (৫০),পাঞ্চুমন্ডল (৩৬), পুতুল (২০), তৃষ্ণা অনুকারী (১৭), ছবিরন বেগম (৪৫)। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার ভারতীয় রুপী ও ৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা নড়াইল, বরিশাল জেলার বাসিন্দা।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাবে বাংলাদেশি নারী-পুরুষ। এমন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপি বিজিবির একটি টহল দল ওই সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় পূর্ব রুদ্রপুর নামক এলাকা থেকে সাত বাংলাদেশি নারী-পুরুষকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল খুরশীদ আনোয়ার জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।