প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৮:২৮ পি.এম
বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন শার্শা বিএনপির নেতৃবৃন্দ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে এবং অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে আজ সোমবার বিকেলে যশোরের শার্শা উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। ইছামতি নদীর উজানে পানিতে ৫নং পুটখালী ইউনিয়নের খলশীসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন—শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সাবেক কেন্দ্রীয় বিএনপি দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারন সম্পাদক তাজ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, কামরুজ্জামান।
আরো উপস্থিত ছিলেন- পুটখালী ইউনিয়ন বিএনপি সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা যুবদল সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর যুবদল আহবায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক মির আলম, আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ওমর ফারুক, সদস্য আলমগীর হোসেন, বেনাপোল পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইদুল সবুজ, শরিফুল ইসলাম চয়ন, শার্শা ছাত্রদল আহবায়ক, উপজেলা ছাত্রদল সদস্য সচিব সবুজ হোসেন, বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।
বিএনপির নেতৃবৃন্দ পরিদর্শনকালে বলেন- আমরা সবসময় জনগণের পাশে আছি। বিএনপি আগামী দিনে ক্ষমতায় এলে ভারতের সঙ্গে অসম্পূর্ণ খাল-বিলের কাজে বেরিবাঁধ নির্মাণ করবে, যাতে গ্রামগুলো আর প্লাবিত না হয়। পাশাপাশি, দলের পক্ষ থেকে সাধারণ মানুষকে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.