
যশোরের শার্শা সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ তিনজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।
শনিবার (১৬ আগস্ট) ভোর রাতে ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদেরকে শার্শার শালকোনা সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার শেখপাড়া গ্রামের শাহিন শেখ (৩০), সাগর শেখ (২৮) ও ভারতীয় নাগরিক আসাম প্রদেশের আনোয়ার হোসেন (২৫)।
সাগর শেখ জানান, তারা ভারতের হরিয়ানায় শ্রমিকের কাজ করতেন। সেদেশের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বিএসএফের কাছে হস্তান্তর করে। সেখানে কয়েকদিন ক্যাম্পে রাখার পর বিএসএফ তাদের শনিবার ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।