সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শার্শা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকসহ ৩ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

যশোরের শার্শা সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ তিনজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।

শনিবার (১৬ আগস্ট) ভোর রাতে ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদেরকে শার্শার শালকোনা সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার শেখপাড়া গ্রামের শাহিন শেখ (৩০), সাগর শেখ (২৮) ও ভারতীয় নাগরিক আসাম প্রদেশের আনোয়ার হোসেন (২৫)।

সাগর শেখ জানান, তারা ভারতের হরিয়ানায় শ্রমিকের কাজ করতেন। সেদেশের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বিএসএফের কাছে হস্তান্তর করে। সেখানে কয়েকদিন ক্যাম্পে রাখার পর বিএসএফ তাদের শনিবার ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

শার্শা সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকসহ ৩ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

প্রকাশের সময় : ১০:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

যশোরের শার্শা সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ তিনজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।

শনিবার (১৬ আগস্ট) ভোর রাতে ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদেরকে শার্শার শালকোনা সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার শেখপাড়া গ্রামের শাহিন শেখ (৩০), সাগর শেখ (২৮) ও ভারতীয় নাগরিক আসাম প্রদেশের আনোয়ার হোসেন (২৫)।

সাগর শেখ জানান, তারা ভারতের হরিয়ানায় শ্রমিকের কাজ করতেন। সেদেশের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বিএসএফের কাছে হস্তান্তর করে। সেখানে কয়েকদিন ক্যাম্পে রাখার পর বিএসএফ তাদের শনিবার ভোরে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।