
যশোরের শার্শায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে উপজেলার নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জার্মানির সহায়তায় পরিচালিত আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, কেডস এসব উপকরণ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- শার্শা উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের শার্শা ব্রাঞ্চের সভাপতি প্রভাষক মামুনুর রশিদ।

আরো উপস্থিত ছিলেন- বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী, বুরুজ বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কান্তি বিশ্বাস , আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের যশোর জেলার প্রকল্প পরিচালক, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাস্টার নজরুল ইসলাম, আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশনের শার্শা ইউনিটের সাধারন সম্পাদক রাজু আহমেদসহ গুণীজন ও অভিভাবক সদস্যরা।