সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শার্শার পাকশিয়ায় স্মরণসভায় বক্তারা

আব্দুস সামাদ শুধু বিদ্যালয়ে নয়, সমাজেও ছিলেন নির্ভরতার প্রতীক

  • প্রেসবিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : ০৮:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

শার্শার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুস সামাদ স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল।

যশোরের শার্শার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুস সামাদকে স্মরণ করে এক হৃদয়গ্রাহী স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এই আয়োজন করে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কালাম এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আল ইসলাম। প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আব্দুস সামাদের শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত বক্তারা।

পাকশিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান বলেন, “শিক্ষক আব্দুস সামাদ কেবল পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি শিক্ষার্থীদের মানসিক গঠনে ও নৈতিক উন্নয়নে গভীর মনোযোগী ছিলেন। সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতেন নিরবে।”

দৈনিক জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক সাজেদ রহমান বলেন, “আব্দুস সামাদ ছিলেন একজন মানবিক শিক্ষক ও সমাজসেবক। তাঁর সততা, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ আমাদের শিক্ষক সমাজের জন্য উদাহরণ হয়ে থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান সর্দার, জামায়াতের সাধারণ সম্পাদক রমজান আলী, বিদ্যালয়ের সাবেক শিক্ষক লুৎফর রহমান ও সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক সাহেব আলী, গুলশানারা বেগম, সাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল কাদের, অভিভাবক প্রতিনিধি প্রভাষক সাইদুজ্জামান বাবলু, শিক্ষার্থী তাহেরা সুলতানা, ফাহিম মুত্তাসিন, নাফিসা বিনতে বাশার, শাফিয়া ইসলাম ও নাফিজ রেজা প্রিন্স।

বক্তারা বলেন, “আব্দুস সামাদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, যিনি ছাত্র-ছাত্রীদের বন্ধু ছিলেন। তাঁর আন্তরিকতা, শৃঙ্খলা ও সহানুভূতি তাঁকে ব্যতিক্রমী করে তুলেছিল। শুধু বিদ্যালয়ে নয়, সমাজেও তিনি ছিলেন নির্ভরতার প্রতীক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুব্বার সর্দার, সাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, মাহমুদ হাসান সাজু, যুবদল নেতা কবির হোসেন, আক্তারুজ্জামান রুনু ও আরও অনেকে।

অনুষ্ঠান শেষে সহকারী শিক্ষক আরিফ মাহমুদের পরিচালনায় আব্দুস সামাদ খাঁনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই আয়োজন ছিল আব্দুস সামাদের প্রতি ছাত্র, সহকর্মী ও এলাকাবাসীর এক আন্তরিক শ্রদ্ধার নিদর্শন। তাঁর অবদান স্মরণ করে বলা যায়-মানুষ ভালোবাসার মধ্য দিয়েই বেঁচে থাকে, আর আব্দুস সামাদ ঠিক তেমনই একজন ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

শার্শার পাকশিয়ায় স্মরণসভায় বক্তারা

আব্দুস সামাদ শুধু বিদ্যালয়ে নয়, সমাজেও ছিলেন নির্ভরতার প্রতীক

প্রকাশের সময় : ০৮:০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

যশোরের শার্শার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুস সামাদকে স্মরণ করে এক হৃদয়গ্রাহী স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এই আয়োজন করে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কালাম এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আল ইসলাম। প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আব্দুস সামাদের শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত বক্তারা।

পাকশিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান বলেন, “শিক্ষক আব্দুস সামাদ কেবল পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি শিক্ষার্থীদের মানসিক গঠনে ও নৈতিক উন্নয়নে গভীর মনোযোগী ছিলেন। সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতেন নিরবে।”

দৈনিক জনকণ্ঠের সিনিয়র সাংবাদিক সাজেদ রহমান বলেন, “আব্দুস সামাদ ছিলেন একজন মানবিক শিক্ষক ও সমাজসেবক। তাঁর সততা, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ আমাদের শিক্ষক সমাজের জন্য উদাহরণ হয়ে থাকবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান সর্দার, জামায়াতের সাধারণ সম্পাদক রমজান আলী, বিদ্যালয়ের সাবেক শিক্ষক লুৎফর রহমান ও সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক সাহেব আলী, গুলশানারা বেগম, সাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল কাদের, অভিভাবক প্রতিনিধি প্রভাষক সাইদুজ্জামান বাবলু, শিক্ষার্থী তাহেরা সুলতানা, ফাহিম মুত্তাসিন, নাফিসা বিনতে বাশার, শাফিয়া ইসলাম ও নাফিজ রেজা প্রিন্স।

বক্তারা বলেন, “আব্দুস সামাদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, যিনি ছাত্র-ছাত্রীদের বন্ধু ছিলেন। তাঁর আন্তরিকতা, শৃঙ্খলা ও সহানুভূতি তাঁকে ব্যতিক্রমী করে তুলেছিল। শুধু বিদ্যালয়ে নয়, সমাজেও তিনি ছিলেন নির্ভরতার প্রতীক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুব্বার সর্দার, সাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, মাহমুদ হাসান সাজু, যুবদল নেতা কবির হোসেন, আক্তারুজ্জামান রুনু ও আরও অনেকে।

অনুষ্ঠান শেষে সহকারী শিক্ষক আরিফ মাহমুদের পরিচালনায় আব্দুস সামাদ খাঁনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই আয়োজন ছিল আব্দুস সামাদের প্রতি ছাত্র, সহকর্মী ও এলাকাবাসীর এক আন্তরিক শ্রদ্ধার নিদর্শন। তাঁর অবদান স্মরণ করে বলা যায়-মানুষ ভালোবাসার মধ্য দিয়েই বেঁচে থাকে, আর আব্দুস সামাদ ঠিক তেমনই একজন ছিলেন।