সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল বন্দরে চাঁদা উত্তোলনকারী ৬৫ আনসার সদস্যকে বদলি

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা আদয়ের অভিযোগে ৬৫ জন আনসার সদস্যকে বদলি করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদ্য যোগদানকারী আনসার কমান্ডার শ্রী অসিত কুমার। এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্তদের অন্যত্র বদলির এই সিন্ধান্ত নেওয়া হয়।

শ্রী অসিত কুমার জানান, আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ৬৫ জনকে সরিয়ে নেওয়া হলেও পর্যায়ক্রমে বাকি সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

বেনাপোল বন্দরে ট্রাক প্রবেশ ও বের হওয়ার সময় বিভিন্ন গেট থেকে বকশিশের নামে প্রতি ট্রাক থেকে ২০ থেকে ৪০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই চাঁদা আদায়ের সঙ্গে আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার সদস্যরা জড়িত বলে অভিযোগ ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক আনসার সদস্য জানান, চাঁদা আদায়ের পুরো টাকাই তারা নিজেদের কাছে রাখেন না, এর একটি অংশ তাদের ওপরস্থদের কাছেও পৌঁছায়। তারা পরিস্থিতির শিকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্দরের নিরাপত্তা কার্যক্রমে আনসার বাহিনীর পাশাপাশি ১২৯ জন সদস্য নিয়ে গঠিত বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমাও দায়িত্বে রয়েছে। বন্দরে ট্রাক চলাচলের সময় বকশিশের নামে এই দুই সংস্থার সদস্যদের চাঁদা আদায়ের অভিযোগ দীর্ঘদিন ধরেই চলে আসছিল। পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ৬৫ জন আনসার সদস্যদের বির“দ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। একইসঙ্গে নিরাপত্তা সংস্থা পিমার বিরুদ্ধেও শিগগিরই কঠোর ব্যবস্থা নেয়া নেওয়া হতে পারে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

বেনাপোল বন্দরে চাঁদা উত্তোলনকারী ৬৫ আনসার সদস্যকে বদলি

প্রকাশের সময় : ০৯:১৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা আদয়ের অভিযোগে ৬৫ জন আনসার সদস্যকে বদলি করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদ্য যোগদানকারী আনসার কমান্ডার শ্রী অসিত কুমার। এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্তদের অন্যত্র বদলির এই সিন্ধান্ত নেওয়া হয়।

শ্রী অসিত কুমার জানান, আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ৬৫ জনকে সরিয়ে নেওয়া হলেও পর্যায়ক্রমে বাকি সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

বেনাপোল বন্দরে ট্রাক প্রবেশ ও বের হওয়ার সময় বিভিন্ন গেট থেকে বকশিশের নামে প্রতি ট্রাক থেকে ২০ থেকে ৪০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। সম্প্রতি এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই চাঁদা আদায়ের সঙ্গে আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার সদস্যরা জড়িত বলে অভিযোগ ওঠে।

নাম প্রকাশে অনিচ্ছুক আনসার সদস্য জানান, চাঁদা আদায়ের পুরো টাকাই তারা নিজেদের কাছে রাখেন না, এর একটি অংশ তাদের ওপরস্থদের কাছেও পৌঁছায়। তারা পরিস্থিতির শিকার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্দরের নিরাপত্তা কার্যক্রমে আনসার বাহিনীর পাশাপাশি ১২৯ জন সদস্য নিয়ে গঠিত বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমাও দায়িত্বে রয়েছে। বন্দরে ট্রাক চলাচলের সময় বকশিশের নামে এই দুই সংস্থার সদস্যদের চাঁদা আদায়ের অভিযোগ দীর্ঘদিন ধরেই চলে আসছিল। পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ৬৫ জন আনসার সদস্যদের বির“দ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। একইসঙ্গে নিরাপত্তা সংস্থা পিমার বিরুদ্ধেও শিগগিরই কঠোর ব্যবস্থা নেয়া নেওয়া হতে পারে।