সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
যশোরের যুবদলের সভায়

আওয়ামী লীগ সুযোগ পেলেই ছোবল মারবে: অমিত

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আওয়ামী লীগ সুযোগ পেলেই ছোবল মারবে। যেমনটি তারা গোপালগঞ্জে করেছে। আওয়ামী লীগ কোথাও যেন মাথা চাড়া দিতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আমরা যুদ্ধ করবো না, কিন্তু আমাদের সাথে কেউ যুদ্ধে আসবে সে সাহসও যেন সঞ্চয় না করতে পারে এমন পরিস্থিতি তৈরি করতে হবে।
রোববার দুপুরে যশোর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত যশোর সদর উপজেলা যুবদলের জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিনের সভাপতিত্বে সভায় অমিত আরো বলেন, বিএনপিতে কোন অনুপ্রবেশকারীর জায়গা হবে না। আমরা কোন যোগদান কর্মসূচি পালন করবে না। এবং নতুন কারো যোগদানের সুযোগ নেই। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথে যারা ছিলেন এবং যারা তৃণমূলে নিষ্ক্রিয় হয়ে আছেন তারাই আমাদের শক্তি।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা। সভায় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বুলবুল চৌধুরী, খুরশিদ আলম বাবু, মাষ্টার শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

যশোরের যুবদলের সভায়

আওয়ামী লীগ সুযোগ পেলেই ছোবল মারবে: অমিত

প্রকাশের সময় : ০৯:১২:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আওয়ামী লীগ সুযোগ পেলেই ছোবল মারবে। যেমনটি তারা গোপালগঞ্জে করেছে। আওয়ামী লীগ কোথাও যেন মাথা চাড়া দিতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আমরা যুদ্ধ করবো না, কিন্তু আমাদের সাথে কেউ যুদ্ধে আসবে সে সাহসও যেন সঞ্চয় না করতে পারে এমন পরিস্থিতি তৈরি করতে হবে।
রোববার দুপুরে যশোর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত যশোর সদর উপজেলা যুবদলের জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিনের সভাপতিত্বে সভায় অমিত আরো বলেন, বিএনপিতে কোন অনুপ্রবেশকারীর জায়গা হবে না। আমরা কোন যোগদান কর্মসূচি পালন করবে না। এবং নতুন কারো যোগদানের সুযোগ নেই। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথে যারা ছিলেন এবং যারা তৃণমূলে নিষ্ক্রিয় হয়ে আছেন তারাই আমাদের শক্তি।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা। সভায় সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বুলবুল চৌধুরী, খুরশিদ আলম বাবু, মাষ্টার শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।