সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বাগেরহাটের শরণখোলা

বসতবাড়ি থেকে ৬ ফুট লম্বা বিষধর গোখরা সাপ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় একটি বসতবাড়ি থেকে ৬ ফিট লম্বা একটি বিষধর পদ্মগোখরা (কিং কোবরা) সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ তাফালবাড়ি গ্রামের মনিদ্র খলিফার  বাড়ির ঘেরার জালে সাপটি আটকে পড়ে। পরে খবর পেয়ে ওয়াইল্ড টিম, ভিটি আরটি এবং বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন।
উদ্ধারের পর সাপটি সুন্দরবনের নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হয়।
স্থানীয়রা জানান, এধরনের বিষধর সাপ সাধারণত বনাঞ্চলে দেখা যায়। বসতবাড়িতে এমন সাপ দেখা যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সময়মতো উদ্ধার হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। উদ্ধারকারী দলের সদস্যরা জানান, উদ্ধার হওয়া সাপটি ছিল সুস্থ ও সক্রিয় অবস্থায়। মানুষ ও সাপ—উভয়ের নিরাপত্তার কথা মাথায় রেখে সাপটিকে দ্রুত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
এদিকে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

বাগেরহাটের শরণখোলা

বসতবাড়ি থেকে ৬ ফুট লম্বা বিষধর গোখরা সাপ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
বাগেরহাটের শরণখোলায় একটি বসতবাড়ি থেকে ৬ ফিট লম্বা একটি বিষধর পদ্মগোখরা (কিং কোবরা) সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ তাফালবাড়ি গ্রামের মনিদ্র খলিফার  বাড়ির ঘেরার জালে সাপটি আটকে পড়ে। পরে খবর পেয়ে ওয়াইল্ড টিম, ভিটি আরটি এবং বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন।
উদ্ধারের পর সাপটি সুন্দরবনের নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হয়।
স্থানীয়রা জানান, এধরনের বিষধর সাপ সাধারণত বনাঞ্চলে দেখা যায়। বসতবাড়িতে এমন সাপ দেখা যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সময়মতো উদ্ধার হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। উদ্ধারকারী দলের সদস্যরা জানান, উদ্ধার হওয়া সাপটি ছিল সুস্থ ও সক্রিয় অবস্থায়। মানুষ ও সাপ—উভয়ের নিরাপত্তার কথা মাথায় রেখে সাপটিকে দ্রুত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
এদিকে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।