সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
যশোরের শার্শা উপজেলার

ডিহি পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি আব্দুল মান্নান খান আর নেই

আব্দুল মান্নান খান

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরির অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালনা পর্ষদের সহসভাপতি, শিববাস গ্রামের শ্রদ্ধেয় আব্দুল মান্নান খান আর নেই। আজ বুধবার (৯ জুলাই) বিকেলে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

আব্দুল মান্নান খান ছিলেন এক আলোকিত মানুষ, যিনি জীবনের প্রতিটি অধ্যায়ে আধুনিক চিন্তা ও প্রগতিশীল চেতনার প্রতিফলন ঘটিয়েছেন। ৬০-এর দশকে তিনি ডিহি ইউনিয়নে আধুনিক পদ্ধতিতে ধান চাষের সূচনা করে কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেন।

তিনি শুধু কৃষিতেই নয়, এলাকার শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে রেখেছেন অবিস্মরণীয় অবদান। ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরি গঠনের পেছনে তাঁর নেতৃত্ব, দূরদৃষ্টি ও তরুণদের সংগঠিত করার সক্ষমতা ছিল অন্যতম চালিকা শক্তি।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আমিরুল আলম খানসহ শার্শার ডিহি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। শোক বিবৃতিতে তারা বলেন, আমরা একজন নিরহঙ্কার, নিঃস্বার্থ, মানবিক গুণে পরিপূর্ণ মহৎপ্রাণ ব্যক্তিকে হারালাম। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

যশোরের শার্শা উপজেলার

ডিহি পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি আব্দুল মান্নান খান আর নেই

প্রকাশের সময় : ১০:০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরির অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান পরিচালনা পর্ষদের সহসভাপতি, শিববাস গ্রামের শ্রদ্ধেয় আব্দুল মান্নান খান আর নেই। আজ বুধবার (৯ জুলাই) বিকেলে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

আব্দুল মান্নান খান ছিলেন এক আলোকিত মানুষ, যিনি জীবনের প্রতিটি অধ্যায়ে আধুনিক চিন্তা ও প্রগতিশীল চেতনার প্রতিফলন ঘটিয়েছেন। ৬০-এর দশকে তিনি ডিহি ইউনিয়নে আধুনিক পদ্ধতিতে ধান চাষের সূচনা করে কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেন।

তিনি শুধু কৃষিতেই নয়, এলাকার শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে রেখেছেন অবিস্মরণীয় অবদান। ডিহি ইউনিয়ন পাবলিক লাইব্রেরি গঠনের পেছনে তাঁর নেতৃত্ব, দূরদৃষ্টি ও তরুণদের সংগঠিত করার সক্ষমতা ছিল অন্যতম চালিকা শক্তি।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আমিরুল আলম খানসহ শার্শার ডিহি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। শোক বিবৃতিতে তারা বলেন, আমরা একজন নিরহঙ্কার, নিঃস্বার্থ, মানবিক গুণে পরিপূর্ণ মহৎপ্রাণ ব্যক্তিকে হারালাম। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।