প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১০:২২ পি.এম
গৃহবধূর রহস্যজনক মৃত্যু

যশোরের শার্শা উপজেলার গোগা মাঠ পাড়ায় সুমানা আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে শ্বশুরবাড়ির লোকজন। তবে এলাকাবাসীর ধারণা, এটি হত্যাকাণ্ড হতে পারে।
নিহত সুমানার বাড়ি যশোর শহরের শংকরপুর এলাকায়। বছর পাঁচেক আগে গোগা বিল পাড়ার আব্দুল্লাহর সঙ্গে তার বিয়ে হয়। তাদের জান্নাতি নামে ৪ বছরের কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তারা গোগা মাঠ পাড়ার পোলট্রি ফার্ম মোড়ে বসবাস করছিল।
শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় সুমানার স্বামী আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, সুমানার গলায় রশির দাগ রয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.