
যশোর শহরের কারবালা রোডে স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় পড়ে গিয়ে মো. মফিজুর রহমান (৫০) নামে এক রংমিস্ত্রি মারা গেছেন।
রোববার (২২ জুন ২০২৫) বেলা ১২ টার দিকে তিনি কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে বিকেল ২টা ৩০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত মফিজুর রহমান যশোর সদর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত রহিম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের তৃতীয় তলায় রংয়ের কাজ করার সময় নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় দুর্ঘটনাটি ঘটে।