সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রংপুর তারাগঞ্জের

বেনাপোলে আ. লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে রংপুরের তারাগঞ্জ আওয়ামী লীগের তিনবারের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনিসুর রহমান রংপুরের তারাগঞ্জ উপজেলার একারচালী গ্রামের মৃত-আব্দুস সাত্তারের ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সন্ধ্যার দিকে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন অফিসারের ডেস্কে পাসপোর্ট জমা দেন আনিসুর রহমান। এসময় তার পাসপোর্টে অনলাইনে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তা করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার বিরুদ্ধে রংপুরের তারাগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, গ্রেপ্তার আওয়ামী লীগের তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে রংপুরের তারাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

রংপুর তারাগঞ্জের

বেনাপোলে আ. লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:২৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে রংপুরের তারাগঞ্জ আওয়ামী লীগের তিনবারের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনিসুর রহমান রংপুরের তারাগঞ্জ উপজেলার একারচালী গ্রামের মৃত-আব্দুস সাত্তারের ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সন্ধ্যার দিকে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন অফিসারের ডেস্কে পাসপোর্ট জমা দেন আনিসুর রহমান। এসময় তার পাসপোর্টে অনলাইনে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তা করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার বিরুদ্ধে রংপুরের তারাগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, গ্রেপ্তার আওয়ামী লীগের তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে রংপুরের তারাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।