সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে শরীয়তপুরের বিল্লাল নিহত

ছবি-সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি দোকানে ডাকাতি শেষে সন্ত্রাসীর গুলিতে নিহত দুই বাংলাদেশিদের মধ্যে একজনের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। অপরজন কিশোরগঞ্জের এমদাদুল হক।

শনিবার (২১ জুন) দুপুরে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল নিহত পরিবারটির কাছ থেকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন (৩৮) নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা এলাকার সিরাজ শিকদারের মেজো ছেলে।

স্থানীয়রা জানায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান দিনারা এলাকার বিল্লাল হোসেন। তিনি কেপটাউনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে চাকরি করতেন। দক্ষিণ আফ্রিকার সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে সেই প্রতিষ্ঠানে ঢোকে ডাকাত দল। তারা নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ হারায় বিল্লাল হোসেন ও তার আরেক সহকর্মী কিশোরগঞ্জ জেলার এমদাদুল হক।

নিহতের বাবা সিরাজ শিকদার বলেন, এভাবে আমার ছেলে মারা যাবে মেনে নিতে পারছি না। আমরা এখন কীভাবে বাঁচবো। আমার ছেলের মুখটা শেষ বারের মতো দেখতে চাই।

চামটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজান বলেন, বিল্লাল খুবই ভালো ছেলে ছিলো। তারা তিন ভাইয়ের মধ্যে বড় ভাই আলাদা থাকেন। আর ছোট ভাই শারীরিক প্রতিবন্ধী। বিল্লালের টাকায় তার পরিবার চলতো।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আসলাম উদ্দিন মোল্লা বলেন, দক্ষিণ আফ্রিকায় শরীয়তপুরের কোনো প্রবাসী নিহত হয়েছেন কিনা, সেটা আমি জানি না। স্থানীয়ভাবে বিষয়টি কেউ থানায় জানায়নি।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পরিবারটির খোঁজ খবর নিয়েছি। মরদেহ ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে উপজেলা প্রশাসন থাকবে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে শরীয়তপুরের বিল্লাল নিহত

প্রকাশের সময় : ১০:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি দোকানে ডাকাতি শেষে সন্ত্রাসীর গুলিতে নিহত দুই বাংলাদেশিদের মধ্যে একজনের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায়। অপরজন কিশোরগঞ্জের এমদাদুল হক।

শনিবার (২১ জুন) দুপুরে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল নিহত পরিবারটির কাছ থেকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন (৩৮) নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনারা এলাকার সিরাজ শিকদারের মেজো ছেলে।

স্থানীয়রা জানায়, পরিবারের সচ্ছলতা ফেরাতে ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান দিনারা এলাকার বিল্লাল হোসেন। তিনি কেপটাউনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে চাকরি করতেন। দক্ষিণ আফ্রিকার সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতে সেই প্রতিষ্ঠানে ঢোকে ডাকাত দল। তারা নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার সময় গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ হারায় বিল্লাল হোসেন ও তার আরেক সহকর্মী কিশোরগঞ্জ জেলার এমদাদুল হক।

নিহতের বাবা সিরাজ শিকদার বলেন, এভাবে আমার ছেলে মারা যাবে মেনে নিতে পারছি না। আমরা এখন কীভাবে বাঁচবো। আমার ছেলের মুখটা শেষ বারের মতো দেখতে চাই।

চামটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজান বলেন, বিল্লাল খুবই ভালো ছেলে ছিলো। তারা তিন ভাইয়ের মধ্যে বড় ভাই আলাদা থাকেন। আর ছোট ভাই শারীরিক প্রতিবন্ধী। বিল্লালের টাকায় তার পরিবার চলতো।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আসলাম উদ্দিন মোল্লা বলেন, দক্ষিণ আফ্রিকায় শরীয়তপুরের কোনো প্রবাসী নিহত হয়েছেন কিনা, সেটা আমি জানি না। স্থানীয়ভাবে বিষয়টি কেউ থানায় জানায়নি।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পরিবারটির খোঁজ খবর নিয়েছি। মরদেহ ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে উপজেলা প্রশাসন থাকবে।