সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
স্ত্রীর স্বীকৃতি

প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন

ছবি-সংগৃহীত

বরিশালের গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসী যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন সাবিনা আক্তার বৃষ্টি (২০) নামে এক তরুণী। উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকা থেকে পালিয়েছে ছুটিতে বাড়িতে আসা ওই প্রবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৭ জুন) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া।

সাবিনা আক্তার ওই হাপানিয়া গ্রামের মৃত সেকেন্দার আকনের মেয়ে।

সাবিনা আক্তার বলেন, ২০২১ সাল থেকে একই গ্রামের রহিম হাওলাদারের ছেলে জলিল হাওলাদারের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক চলে আসছে। ২০২৩ সালের প্রথম ‍দিকে সৌদি আরবে পাড়ি জমায় জলিল। একই বছরের ১২ জানুয়ারি উজিরপুরের বরাকোঠা এলাকার কাজী অফিসে মোবাইল ফোনে আমাকে পাঁচ লাখ টাকা কাবিননামা ধার্য করে বিয়ে করে জলিল। এরপর স্বামী-স্ত্রীর মতোই জলিলের সঙ্গে মোবাইলে কথোপকথন হতো।

সাবিনা আক্তার আরও বলেন, সম্প্রতি সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে জলিল অন্যত্র বিয়ের উদ্যোগ নেয়। বিষয়টি জানতে পেরে সোমবার বিকেল থেকে প্রবাসী জলিলের স্ত্রীর স্বীকৃতি পেতে তার বাড়িতে আমি অনশন শুরু করেছি। এলাকা ছেড়ে আত্মগোপন রয়েছে জলিল।

অভিযোগে বিষয়ে জানতে অভিযুক্ত জলিল হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ দিকে ঘটনাস্থল পরিদর্শন করে গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, খবরে পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় উভয়পক্ষকে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে। যদিও প্রবাসী জলিলের বাবা রহিম হাওলাদারের দাবি, সোনিয়া আক্তার বৃষ্টি একটি ভুয়া কাবিননামা তৈরি করেছে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় ওই তরুণীর পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ দায়ের করলে পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

স্ত্রীর স্বীকৃতি

প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন

প্রকাশের সময় : ০৫:৪৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

বরিশালের গৌরনদীতে স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসী যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন সাবিনা আক্তার বৃষ্টি (২০) নামে এক তরুণী। উপজেলার মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকা থেকে পালিয়েছে ছুটিতে বাড়িতে আসা ওই প্রবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৭ জুন) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া।

সাবিনা আক্তার ওই হাপানিয়া গ্রামের মৃত সেকেন্দার আকনের মেয়ে।

সাবিনা আক্তার বলেন, ২০২১ সাল থেকে একই গ্রামের রহিম হাওলাদারের ছেলে জলিল হাওলাদারের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক চলে আসছে। ২০২৩ সালের প্রথম ‍দিকে সৌদি আরবে পাড়ি জমায় জলিল। একই বছরের ১২ জানুয়ারি উজিরপুরের বরাকোঠা এলাকার কাজী অফিসে মোবাইল ফোনে আমাকে পাঁচ লাখ টাকা কাবিননামা ধার্য করে বিয়ে করে জলিল। এরপর স্বামী-স্ত্রীর মতোই জলিলের সঙ্গে মোবাইলে কথোপকথন হতো।

সাবিনা আক্তার আরও বলেন, সম্প্রতি সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে জলিল অন্যত্র বিয়ের উদ্যোগ নেয়। বিষয়টি জানতে পেরে সোমবার বিকেল থেকে প্রবাসী জলিলের স্ত্রীর স্বীকৃতি পেতে তার বাড়িতে আমি অনশন শুরু করেছি। এলাকা ছেড়ে আত্মগোপন রয়েছে জলিল।

অভিযোগে বিষয়ে জানতে অভিযুক্ত জলিল হাওলাদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ থাকায় কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ দিকে ঘটনাস্থল পরিদর্শন করে গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম বলেন, খবরে পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় উভয়পক্ষকে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য বলা হয়েছে। যদিও প্রবাসী জলিলের বাবা রহিম হাওলাদারের দাবি, সোনিয়া আক্তার বৃষ্টি একটি ভুয়া কাবিননামা তৈরি করেছে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় ওই তরুণীর পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ দায়ের করলে পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।