প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৪:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৫, ৯:০৭ পি.এম
শার্শায় বজ্রপাতে প্রাণ গেল বন্দর শ্রমিকের
যশোরের শার্শায় বজ্রপাতে আইয়ুব হোসেন (৪২) নামে বন্দরের এক শ্রমিক মারা গেছে। রবিবার (১৫ জুন) দুপুরে উলাশী ইউনিয়নের কন্যাদাহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আইয়ুব ওই গ্রামের গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সদস্য ছিলেন।
এছাড়া তিনি উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের ছোট ভাই।
তিনি জানান, আইয়ুব আজ দুপুরে কন্যাদাহ গ্রামের মাঠে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি মারা যায়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করে কাজ করার অনুরোধ জানিয়েছেন।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.