সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

একসঙ্গে ৩ শিশু নিখোঁজ, পরিবার চরম উদ্বিগ্ন

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রাম থেকে একসঙ্গে তিন মেয়ে শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ জুন) আসরের নামাজের পর তারা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে জানিয়েছে তাদের পরিবার।

নিখোঁজ তিন শিশুর হলো- উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের ব্যবসায়ী বাদল হোসেনের মেয়ে ফারিয়া (১৩), মালয়েশিয়া প্রবাসী ইসমাইল হোসেনের মেয়ে ফায়জা (১১) ও বেলেমাঠ এলাকার মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে তাবাসসুম (৯)। এর মধ্যে তাবাসসুম তার নানার বাড়ি জাহাঙ্গীরপুরে বেড়াতে এসেছিল।

তারা জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি স্থানীয় কওমী মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন স্বজনরা।

ফারিয়ার বাবা বাদল হোসেন বলেন, বিকেলে তারা বের হয়। ভেবেছিলাম ফিরবে, কিন্তু রাত পেরিয়ে গেলেও আসেনি। এরপর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ তিন শিশুকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিচ্ছি বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

একসঙ্গে ৩ শিশু নিখোঁজ, পরিবার চরম উদ্বিগ্ন

প্রকাশের সময় : ০৯:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রাম থেকে একসঙ্গে তিন মেয়ে শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৩ জুন) আসরের নামাজের পর তারা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি বলে জানিয়েছে তাদের পরিবার।

নিখোঁজ তিন শিশুর হলো- উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের ব্যবসায়ী বাদল হোসেনের মেয়ে ফারিয়া (১৩), মালয়েশিয়া প্রবাসী ইসমাইল হোসেনের মেয়ে ফায়জা (১১) ও বেলেমাঠ এলাকার মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিনের মেয়ে তাবাসসুম (৯)। এর মধ্যে তাবাসসুম তার নানার বাড়ি জাহাঙ্গীরপুরে বেড়াতে এসেছিল।

তারা জাহাঙ্গীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি স্থানীয় কওমী মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি বলে জানিয়েছেন স্বজনরা।

ফারিয়ার বাবা বাদল হোসেন বলেন, বিকেলে তারা বের হয়। ভেবেছিলাম ফিরবে, কিন্তু রাত পেরিয়ে গেলেও আসেনি। এরপর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ তিন শিশুকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিচ্ছি বলে জানান তিনি।