
স্টাফ রিপোর্টার
যশোরের ঝিকরগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকরাম হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের বিষহরি খালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল সাড়ে ৪ টার দিকে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি থেকে বাড়ি যাওয়ার পথে ঝিকরগাছার বিষহরি খালপাড়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আকরাম রাস্তার ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ গাজী জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পায়নি।
স্টাফ রিপোর্টার 









