সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শার্শা সীমান্তে বিদেশি পিস্তলসহ আটক ২

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১২:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

যশোরের শার্শার পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগজিনসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার। এর আগে বৃহস্পতিবার (২৯ মে) রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে পাঁচভুলোট সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট গ্রামের রবিউল ইসলামের ছেলে ইছা সর্দার (৪৫) ও  একই গ্রামের মৃত ইমাম আলীর ছেলে আব্দুল মজিদ (৪২)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার করে বাংলাদেশে আনছে। এমন সংবাদে বিজিবির একটি দল পাঁচ ভুলোট গ্রামের ইছা ও মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আব্দুল মজিতের বাড়ির ঘোয়াল ঘর থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল এবং ইছা সর্দারের বাড়ির আঙ্গিনায় মাটির নিচে পুতে রাখা পলিথিনে মোড়ানো অবস্থায় আরও একটি নাইন এমএম বিদেশি পিস্তলসহ দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

শার্শা সীমান্তে বিদেশি পিস্তলসহ আটক ২

প্রকাশের সময় : ১২:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

যশোরের শার্শার পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগজিনসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার। এর আগে বৃহস্পতিবার (২৯ মে) রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে পাঁচভুলোট সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- উপজেলার গোগা ইউনিয়নের পাঁচ ভুলোট গ্রামের রবিউল ইসলামের ছেলে ইছা সর্দার (৪৫) ও  একই গ্রামের মৃত ইমাম আলীর ছেলে আব্দুল মজিদ (৪২)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার করে বাংলাদেশে আনছে। এমন সংবাদে বিজিবির একটি দল পাঁচ ভুলোট গ্রামের ইছা ও মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আব্দুল মজিতের বাড়ির ঘোয়াল ঘর থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল এবং ইছা সর্দারের বাড়ির আঙ্গিনায় মাটির নিচে পুতে রাখা পলিথিনে মোড়ানো অবস্থায় আরও একটি নাইন এমএম বিদেশি পিস্তলসহ দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোর্পদ করা হয়েছে।