
জাতীয় বার্তাকণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও নাভারণ প্রেসক্লাবের সহ-সভাপতি অসুস্থ মামুনুর রশিদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন যশোরের শার্শা থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
অসুস্থ সাংবাদিক মামুনুর রশিদকে দেখতে শুক্রবার (১৬ মে) দুপুরে নাভারণ পুরাতন বাজারে তার নিজ বাড়িতে যান- শার্শা থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর টিটো, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সহ-সভাপতি আলাউদ্দিন লিটন, সহ-সভাপতি রুহুল আশা ও সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সাংবাদিক মামুনুর রশিদ গত শুক্রবার (৯ মে) ভোর ৬ টার দিকে হাইপ্রেসারে আক্রান্ত হলে প্রথমে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তৎক্ষনাৎ যশোর কুইন্স হাসপাতালে পাঠানো হয়। কুইন্স হাসপাতালে ৫ দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থতা অনুভব করলে গত (১৩ মে) মঙ্গলবার সকালে তিনি বাড়ি ফিরে যান। বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে আছেন।