সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরান গ্রেপ্তার

  • স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদকইমরান শিকদার।

স্টাফ রিপোর্টার

যশোরের ঝিকরগাছায় ইমরান শিকদার (৩০) নামের  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্প্রতিবার (১৫ মে)  দুপুর ১ টার দিকে উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরান শিকদার নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাশেম শিকদারের ছেলে এবং রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন-  নিজ বাড়িতে  থেকে সরকারবিরোধী নাশকতা পরিকল্পনা করছিল ইমরান ও তার বাবা আওয়ামী লীগ নেতা কাশেম শিকদার। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার দুপুরে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা ইমরান শিকদারকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবা কাশেম শিকদার ও তার বড় ভাই ইয়াসিন শিকদার বেতনা নদী পার হয়ে পালিয়ে যায়। ইমরান শিকদার যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, ইমরানের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরানের বাবা কাশেম শিকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

ঝিকরগাছায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরান গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:৪১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

স্টাফ রিপোর্টার

যশোরের ঝিকরগাছায় ইমরান শিকদার (৩০) নামের  নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্প্রতিবার (১৫ মে)  দুপুর ১ টার দিকে উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরান শিকদার নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাশেম শিকদারের ছেলে এবং রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন-  নিজ বাড়িতে  থেকে সরকারবিরোধী নাশকতা পরিকল্পনা করছিল ইমরান ও তার বাবা আওয়ামী লীগ নেতা কাশেম শিকদার। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার দুপুরে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা ইমরান শিকদারকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবা কাশেম শিকদার ও তার বড় ভাই ইয়াসিন শিকদার বেতনা নদী পার হয়ে পালিয়ে যায়। ইমরান শিকদার যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, ইমরানের বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইমরানের বাবা কাশেম শিকদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।