
যশোরের শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন শ্রমিকদের প্রকৃত বন্ধু। তাঁর শাসনামলে শ্রমিক কল্যাণে মজুরি নির্ধারণ, শ্রম আইন সংস্কার, কল্যাণ ফাউন্ডেশন গঠন এবং চিকিৎসা ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। বিশেষ করে গার্মেন্টস খাতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও মানুষ শ্রদ্ধাভরে স্মরন করে।
তিনি বলেন, আসুন, এই মহান দিনে আমরা প্রতিজ্ঞা করি—শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা, শ্রমিকের অধিকার আদায় এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ।
বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস ২০২৫ উপলক্ষে বেনাপোল বন্দরে কয়েক হাজার হ্যান্ডলিং শ্রমিকদের র্যালী ও সমাবেশে এসব কথা বলেন তিনি।
স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টুর সভাপতিত্বে ও ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলীর সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।
প্রধান বক্তা ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
সমাবেশে বক্তব্য রাখেন, সহ সভাপতি নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজোহা সেলিম,যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম শহিদ ও পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু,থানা ছাত্রদলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম চয়ন, থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক শাওন, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম।
সমাবেশে হ্যান্ডেলিং শ্রমিকরা তাদের চিকিৎসার জন্য একটি নিজস্ব হাসপাতাল তৈরীর দাবী সহ শ্রমিকদের ঈদ বোনাস নিশ্চিত করা ও তাদের চাকরি নিশ্চিত করার দাবী জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক তবিবর রহমান তবি,স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সাধারণ সম্পাদক লিটন হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন,বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম,পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর আলী সহ ৮৯১ ও ৯২৫ হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকবৃন্দ।
সাম্প্রতিকবাংলাদেশ/এন