সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বিরুদ্ধে দুদকের মামলা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৯:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ছবি-সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানিয়েছেন- মঙ্গলবার (২৯ এপ্রিল) এ মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

আক্তার হোসেন জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১০ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৪২৭ টাকার সম্পদ অর্জন করে সেটা দখলে রেখেছেন। একইসঙ্গে তার নিজ নামে ও তার প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ১১৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন মোজাম্মেল হক। অভ্যুত্থানকালে ছাত্র-জনতা হত্যা ও সহিংসতার মামলায়ও তিনি আসামি।

ট্যাগ :
জনপ্রিয়

যশোরের শার্শায় খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশের সময় : ০৯:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানিয়েছেন- মঙ্গলবার (২৯ এপ্রিল) এ মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

আক্তার হোসেন জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১০ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ৪২৭ টাকার সম্পদ অর্জন করে সেটা দখলে রেখেছেন। একইসঙ্গে তার নিজ নামে ও তার প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৮ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ১১৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন মোজাম্মেল হক। অভ্যুত্থানকালে ছাত্র-জনতা হত্যা ও সহিংসতার মামলায়ও তিনি আসামি।