প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ১০:৪৯ পি.এম
চৌগাছা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ফুলসারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি ওসি মঞ্জুরুল হক ভূইঁঞা জানান, মেহেদি মাসুদ যশোর জেলা বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি। "অপারেশন ডেভিল হান্ট" অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ৪ আগস্ট যশোর জেলা বিএনপির অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়, যেখানে ৬৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০–১৫০ জনকে আসামি করা হয়।
Copyright © 2023 সাম্প্রতিক বাংলাদেশ © All Rights Reserved.